পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোরোনা বিধি মেনে জগদ্ধাত্রী পূজা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে - জগদ্ধাত্রী

By

Published : Nov 23, 2020, 9:03 PM IST

কথিত আছে তিনি প্রথম জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা করেছিলেন। কোরোনা আবহে সামাজিক নিয়ম মেনেই এবারও পালিত হচ্ছে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পূজা। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় সূচনা করেছিলেন জগদ্ধাত্রী পুজো। সতেরো শো পঞ্চাশের দশকে বাংলার নবাব মুর্শিদকুলি খান বন্দী করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়কে। বন্দীমুক্তি হয়ে তিনি যখন কৃষ্ণনগরের উদ্দেশে আসছিলেন জলঙ্গী নদীর নৌকা দিয়ে তখন সন্ধ্যা আগত প্রায় ৷ তিনি লক্ষ্য করেন, ঘাটে দুর্গার বিসর্জন হচ্ছে। দুর্গাপুজোয় থাকতে না পেরে তাঁর খুব কষ্ট হয় ৷ কিন্তু সেই রাতেই তিনি দেবী দুর্গার কাছে স্বপ্নে আদেশ পান, আগামী নবমীতে তাঁকে জগদ্ধাত্রী রূপে পুজো করতে। সেই থেকে শুরু জগদ্ধাত্রী পুজো। পরবর্তী সময়ে চন্দননগরের ইন্দ্রনারায়ন চৌধুরির জমিদার কৃষ্ণচন্দ্রের বন্ধু ছিলেন ৷ তিনিও শুরু করেন জগদ্ধাত্রী পুজো ৷ তবে চন্দননগরে চার দিন পুজো হলেও কৃষ্ণনগরে একদিন শুধু নবমীতেই পুজো হয়। কৃষ্ণনগরে একশোরও বেশি বারোয়ারি পুজো আছে ৷ তবে ঐতিহ্য পূজোর মধ্যে চাষাপাড়া বুড়িমা নামে খ্যাত জগদ্ধাত্রী কৃষ্ণনগরবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ABOUT THE AUTHOR

...view details