পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jagaddhatri Puja : জগদ্ধাত্রী পুজোর নবমীতে একসঙ্গে তিন কুমারীর পুজো মেদিনীপুরের ক্লাবে - অগ্নিকন্যা ক্লাব

By

Published : Nov 13, 2021, 10:15 PM IST

প্রায় 8 লক্ষ টাকা খরচ করে আয়োজন করা হয়েছে মেদিনীপুর শহরের অগ্নিকন্যা ক্লাবের এবারের জগদ্ধাত্রী পুজোর । টেরাকোটার কাজ দিয়ে যোধপুরের এক রাজ বাড়ির আদলে তৈরি করা হয়েছে এই পুজোর মণ্ডপ। এই পুজোয় এবারের বিশেষ চমক নবমীর দিন 3 কুমারীকে নিয়ে কুমারী পুজোর আয়োজন । যা দেখতে শনিবার মণ্ডপ চত্বরে ভিড় করেছিলেন বহু মানুষ ৷ তবে করোনা বিধি থাকায় এদিন বেশি দর্শনার্থীকে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ এবছর 11 তম বর্ষে পদার্পণ করল এই পুজো ৷

ABOUT THE AUTHOR

...view details