Tarapith : তারাপীঠে জগদ্ধাত্রী রূপে পুজো হল তারা মায়ের - Jagadhatri Puja
তারাপীঠে মা তারা একমাত্র আরাধ্যা দেবী । তাই এখানে অন্য কোনও দেবীমূর্তি গড়ে পুজো করা হয় না । মা তারাকে বিভিন্ন দেবী রূপে পুজো করা হয় । তাই আজ জগদ্ধাত্রী রূপে মা তারাকে পুজো করা হল তারাপীঠে । আজ মা তারাকে ডাকের সাজ এবং সোনার অলঙ্কার দিয়ে জগদ্ধাত্রী রূপে সাজানো হয় । প্রাচীনকাল থেকে এই নিয়ম চলে আসছে । তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘‘আজকে তারাপীঠের মা তারাকে ডাকের সাজে সাজানো হয়েছে । মাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়েছে । কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে বিশেষ সাজে মাকে দেখার জন্য ।’’