"চিন মারেনি, BJP সরকারই নিজেরা মেরে দিয়ে বলছে চিন মেরেছে " - India China border news
"চিন মারেনি । BJP সরকারই নিজেরা মেরে দিয়ে বলছে চিন মেরেছে ।" বললেন আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা । তিনি তৃণমূলের এক ধিক্কার মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন আরামবাগে । সেখান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে এমন মন্তব্য করেন ।