হত্যাকে আত্মহত্যা বলে চালানোর ছক তৈরি হয়েছে : রাহুল সিনহা - দেবেন্দ্রনাথকে পরিকল্পনা করে হত্যা
হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করলেন BJP নেতা রাহুল সিনহা ৷ গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করেছেন চিকিৎসকরা । পুলিশ এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মতে এই ধরনের ঘটনা আত্মহত্যার ক্ষেত্রে হয়ে থাকে । রাহুলবাবু বলেন, "এই ঘটনাকে হত্যা নয়, আত্মহত্যা বলা হবে তা আমরা জানতাম ৷ মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে পুলিশই জানিয়ে দিয়েছিল এটা হত্যা নয় ৷ দেবেন্দ্রনাথকে পরিকল্পিতভাবে হত্যা করার ছক কষা হয়েছিল ঠিক তেমনই হত্যাকে আত্মহত্যা বলে চালানোর ছক তৈরি করা হয়েছে৷"