ISKCON Protest : বাংলাদেশের হিংসার প্রতিবাদে সোচ্চার মায়াপুর ইসকনের ভক্তরা - Nadia
বাংলাদেশে ইসকন মন্দির ভাঙার প্রতিবাদে এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নদিয়ার মায়াপুর ইসকন পাণ্ডব সেনারা প্রতিবাদে সোচ্চার হলেন । ঘটনার প্রতিবাদ জানিয়ে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে পাণ্ডব সেনার শিব মন্দিরের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় । বাংলাদেশে ধর্মের উপর আঘাত এবং ইসকন ভক্তদের আরাধ্য দেবতাকে আগুন লাগিয়ে দেওয়ার প্রতিবাদে এদিনের এই কর্মসূচি । যদিও একদিকে যখন বাংলাদেশে মন্দির ভাঙছে তার উল্টো চিত্র মন্দির গড়তে দেখা গেল নদিয়ার মায়াপুরে ।