পশ্চিমবঙ্গ

west bengal

আরতি কটন মিল অবিলম্বে চালুর দাবিতে বিক্ষোভ

By

Published : Dec 28, 2020, 5:27 PM IST

Published : Dec 28, 2020, 5:27 PM IST

আরতি কটন মিল অবিলম্বে চালুর দাবিতে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি ৷ কোরোনা পরিস্থিতির জেরে লকডাউন জারি হওয়ায় বন্ধ হয়ে যায় দাসনগরের আরতি কটন মিল । 9 মাসের বেশি সময় ধরে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের অধীনে এই মিলে উৎপাদন বন্ধ থাকায় সমস্যায় পড়েন এখানকার শ্রমিকরা । এই নিয়ে অধীর চৌধুরি গতকাল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিকে এই মিল খোলার ব্যাপারে চিঠি লেখেন। তিনি অবিলম্বে এই মিল চালু করার দাবি জানান । স্থায়ী ও অস্থায়ী সহ প্রায় 600 শ্রমিক এখানে কাজ করেন। জুন থেকে তাঁদের অর্ধেক বেতন দেওয়া হচ্ছে । শুধু তাই নয়, এই বেতনও অনিয়মিত । ফলে এখানকার শ্রমিকরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন । শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষ থেকে মিলের দুরাবস্থা নিয়ে অধীর চৌধুরিকে পুরো ঘটনাটি জানানো হয়।এদিকে একই দাবিতে আজ আইএনটিটিইউসি-র নেতৃত্বে জেনারেল ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা ।

ABOUT THE AUTHOR

...view details