লিভার দিয়ে বাবাকে বাঁচিয়ে অনন্য সাহসিনী - liver transplant
কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন বাবা আর মেয়ে। দু'জনের মুখেই হাসি। যদিও ছবিতে দেখা যায় দু'জনের পেটেই বড়সড় অস্ত্রোপচারের না মেলানো দাগ। ছবিটা আসলে ছিল এক গর্বিত বাবার গর্বিত মেয়ের ছবি। সত্যিই গর্বের। কারণ, তাঁরা দু'জনেই যা করেছেন অনেকেই তা স্বপ্নেও কল্পনা করতে পারেন না। ১৯ বছরের রাখি দত্ত তাঁর লিভারের ৬৫ শতাংশ দান করেছেন বাবাকে।
Last Updated : Apr 26, 2019, 8:29 AM IST