বাবার উপর হামলা নিয়ে পুলিশকে আক্রমণ অর্জুনপুত্রর - অর্জুন সিং
ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলা নিয়ে মুখ খুললেন তাঁর পুত্র তথা ভাটপাড়ার BJP বিধায়ক পবন সিং ৷ তাঁর অভিযোগ, পুলিশই তাঁর বাবার উপর প্রথম লাঠিচার্জ করে ৷ তারপর বিক্ষুদ্ধ জনতা পুলিশের উপর হামলা চালায় ৷ তাঁর কথায়, "পুলিশ যদি বিনা কারণে বিধায়ক, সাংসদের উপর হামলা চালাতে পারে, লাঠিচার্জ করে তবে সাধারণ মানুষ তাদের নেতার সমর্থনে পুলিশের উপর পালটা আক্রমণ করলে দোষটা কোথায় ? বাংলায় কেউ সুরক্ষিত নেই ৷ সবার উপর আক্রমণ চালানো হচ্ছে ৷ পুলিশ সাধারণ মানুষের উপর বিনা কারণে আক্রমণ চালাতে পারলে সাধারণ মানুষও যদি নিজেকে বাঁচতে পালটা আক্রমণ চালায় তাহলে দোষটা কোথায় ? পুলিশ এসে আগে লাঠিচার্জ না করে সমস্যা সমাধানের জন্য আলোচনা করতে পারত ৷"