বাংলার সৃষ্টি ও কৃষ্টিকে বাঁচিয়ে রাখাই একুশের অঙ্গীকার - বাংলার ঐতিহ্য, সৃষ্টি ও কৃষ্টিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার
1913 সাল থেকে আজ অবধি পেরিয়েছে এক'শো বছরেরও বেশি সময় । এই সময়ের পরিধিতে বাংলা ভাষার অবস্থান বিশ্বে কোথায় ? পৃথিবীর প্রধানত একটি ভাষা হয়ে অন্তর্জালের এই জগতে কীভাবে ছড়িয়ে আছে বাংলা ? পৃথিবীজুড়ে মোট বাংলাভাষীদের সংখ্যা প্রায় 28 কোটির কাছাকাছি । ক্রমিক বিচারে এর অবস্থান সারা বিশ্বের ভাষাগুলির মধ্যে পঞ্চম । পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 3 শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন । আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । আজ এক অঙ্গীকারের দিন... বাংলার ঐতিহ্য, সৃষ্টি ও কৃষ্টিকে মর্যাদার সঙ্গে বাঁচিয়ে রাখার অঙ্গীকারের দিন ।
Last Updated : Feb 21, 2021, 10:24 AM IST