পুজো হল ওদেরও; খেল গুড়, আপেল, কলা - বিশ্বকর্মা পুজো
বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গোরুমারা বনাঞ্চলের পিলখানাতে পূজিত হল বিশ্বকর্মার বাহন । কাবেরী, শ্রাবণী, শিলাবতী, চম্পারদের সশ্রদ্ধায় পুজো করা হয় । পাশাপাশি এই পুজোয় আমন্ত্রিত ছিল গোরুমারা বিটের ভোলানাথ, আমন, রাজা, বর্ষণরাও । বিশ্বকর্মা পুজো এবং হাতি পুজোর রীতি মেনেই তাদের পুজো করা হয় । দেওয়া হয় পছন্দের খাবার গুড়, কলা, আপেল । স্থানীয়রা ছাড়াও এই পুজো দেখতে ভিড় জমান পর্যটকরা ।
Last Updated : Sep 18, 2019, 3:36 PM IST