হুগলি নদীতে ভারতীয় ও বাংলাদেশি বার্জের মুখোমুখি সংঘর্ষ - Indian barges
ঘন কুয়াশার জেরে বাংলাদেশি-ভারতীয় বার্জের মুখোমুখি সংঘর্ষ ৷ ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় বার্জটি ৷ বার্জ 6 নামক কয়লা বোঝাই জলযানটি সাগরের লাইট হাউজ় থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল ৷ ডায়মন্ড হারবারের সুলতানপুরে কাছে বাংলাদেশি বার্জের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ ক্ষতিগ্রস্ত বার্জটি মেরামতির কাজ চলছে ৷