অর্জুন সিংয়ের 'মজদুর ভবন'-র নিরাপত্তা বাড়ল - increasing security at Arjun Singh's house
ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়িতে বাড়ানো হল নিরাপত্তা ৷ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ের পাশাপাশি বাড়ির গেটের সামনে বসানো হল অত্যাধুনিক মেটাল ডিটেক্টর ৷ ওই বাড়িতে অর্জুন সিং ছাড়াও তাঁর ছেলে ভাটপাড়ার BJP বিধায়ক পবন সিং, ভাটপাড়া পৌরসভার BJP-র পৌর প্রধান তথা অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং থাকেন ৷ সেকারণেই এই বাড়ির গুরুত্ব অনেকখানি ৷