রায়গঞ্জে আম্বুল্যান্স পরিষেবা উদ্বোধন রেড ভলেন্টিয়ার্সের - CPIM
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্যজুড়ে করোনা আক্রান্তদের পরিষেবা দিতে ঝাঁপিয়ে পড়েছে রেড ভলেন্টিয়াররা। ব্যাতিক্রম নেই উত্তর দিনাজপুর জেলাতেও। করোনা আক্রান্তদের বাড়ি স্যানিটাইজিং করার পাশাপাশি খাদ্যসামগ্রী ওষুধ পৌঁছে দিচ্ছেন সিপিআইএমের ছাত্র-যুব সংগঠনের সদস্যদের নিয়ে গঠিত রেড ভলেন্টিয়াররা। এবার রায়গঞ্জ শহরের করোনা আক্রান্তদের সেফ হোম বা হাসপাতালে পৌঁছে দিতে চালু করা হল আম্বুল্যান্স পরিষেবা ৷ উদ্বোধন করলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অনিন্দ্য সরকার ও সিপিআইএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল। উপস্থিত ছিলেন জেলা সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব ও রেড ভলেন্টিয়ারর্সের সদস্যরা।