বাঁকুড়ার সাংসদ অফিসের দ্বার সবার জন্য খোলা : সুভাষ সরকার - Subhas sarkar
গতকাল উদ্বোধন হল বাঁকুড়ার সাংসদ কার্যালয় ৷ BJP নেতা শরৎকুমার রায় কার্যালয়টির উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুভাষ সরকার , BJP জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র ও BJP-র জেলা নেতৃত্ব । সেখানে সাংসদ সুভাষ সরকার বলেন , "যাঁরা আমাকে ভোট দিয়েছেন আমি তাঁদের যেমন প্রতিনিধি, একই রকমভাবে যারা ভোট দেননি আমি তাঁদেরও জনপ্রতিনিধি ।" এতদিন পর্যন্ত জেলা পার্টি অফিস এবং নির্বাচনী কার্যালয়ে সাংসদদের অফিসের যাবতীয় কাজকর্ম হত । স্থায়ীভাবে নতুন এই কার্যালয়ে যাবতীয় কাজকর্ম হবে । জেলাবাসীর সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলে জানালেন তিনি । রাজনীতি ভুলে ডান , বাম সবপক্ষেরই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন সুভাষবাবু ।