পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Monkeys Group in Jalpaiguri : বাঁদরের বাঁদরামিতে জলপাইগুড়িতে নাজেহাল সাধারণ মানুষ - Monkeys Group in Jalpaiguri

By

Published : Dec 30, 2021, 6:40 PM IST

গত কয়েকদিন ধরে জঙ্গল থেকে একপাল বাঁদর চলে এসেছে লোকালয়ে (Monkeys Group in Jalpaiguri) ৷ তার জেরেই অতিষ্ঠ জলপাইগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধি কলোনির বাসিন্দারা । এ বাড়ি সে বাড়ি লাফিয়ে ঘরে ঢুকে খাবার খেয়ে ফেলছে বলে অভিযোগ । এলাকার বাসিন্দা প্রভা সরকার ও রূপা রায়রা জানান, প্রতিদিনই আমাদের এলাকায় বাঁদরের দল চলে আসছে । দুপুর বেলায় বেশি উৎপাত লক্ষ্য করা যায় । যে কোনও সময় বিপদ ডেকে আনতে পারে । তবে খাদ্যের অভাবেই বাঁদরের দল লোকালয়ে চলে এসেছে বলে মনে করছেন তাঁরা । এই বিষয়ে বন বিভাগ থেকে কোনও বাঁদরকে খাবার দিতে বারণ করা হয়েছ । কারণ খাবার পেলে তারা আর এলাকা ছাড়তে চাইবে না ৷ আবার খাবার খেয়ে অসুস্থ হওয়ার পাশাপাশি বাঁদরের থেকে রোগও ছড়াতে পারে বলে লিফলেটে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে বনবিভাগের পক্ষ থেকে ।

ABOUT THE AUTHOR

...view details