Cyclone Jawad : জাওয়াদ আতঙ্কে দ্রুত ধান কাটা শেষ করতে চাইছেন চাষিরা - জাওয়াদ আতঙ্কে দ্রুত ধান কাটা শেষ করতে চাইছেন চাষিরা
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এরাজ্যেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসাতেও শনিবার সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আর এই অসময়ের বৃষ্টিতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে এখানকার ধান চাষিদের ৷ তাঁদের আশঙ্কা এই বৃষ্টিতে ধানচাষের ক্ষতি হতে পারে ৷ তাই যুদ্ধকালীন তৎপরতায় তাঁরা মাঠের পাকা ধান তুলে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন (in fear of jawad farmers are cutting paddy)।
TAGGED:
Cyclone Jawad