পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টয় ট্রেনের স্টিম ইঞ্জিন বন্ধ হেরিটেজ খেতাবের 20 বছর উদযাপনে - দার্জিলিং

By

Published : Nov 15, 2019, 10:15 PM IST

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়ার 20 বছর মহা সমারোহে পালিত হচ্ছে ৷ কিন্তু ঐতিহ্যবাহী টয় ট্রেনের স্টিম ইঞ্জিন বন্ধ । পর্যটন মরশুম শুরু হচ্ছে 6 নভেম্বর, চলবে 5 ডিসেম্বর পর্যন্ত । মূলত শ্রমিকদের কর্মবিরতি এবং কয়লার অভাবে বন্ধ হল টয় ট্রেনের প্রাণভোমরা স্টিম ইঞ্জিন । DHR-এর মূল আকর্ষণ এই স্টিম ইঞ্জিন । কিন্তু তা বন্ধ থাকার দরুণ দুধের স্বাদ ঘোলে মেটাতে পর্যটকদের চড়তে হচ্ছে ডিজেল ইঞ্জিন । কলকাতা থেকে দার্জিলিঙে বেড়াতে আসা পর্যটকদের গলায় নিরাশার সুর।

ABOUT THE AUTHOR

...view details