পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বহরমপুরে কোরোনা প্রতিরোধে "ইমিউনিটি সুইট" - ইমিউনিটি সুইটস

By

Published : Jun 7, 2020, 6:13 PM IST

কোরোনা মোকাবিলায় বহরমপুরে মিষ্টি প্রস্তুতকারীরা তৈরি করলেন "ইমিউনিটি সুইট"। সুগার ফ্রি এই সন্দেশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বলে দাবি করছেন মিষ্টি প্রস্তুতকারকরা। বহরমপুরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার জানাচ্ছে, তাদের সন্দেশে রয়েছে আদা, হলুদ, তুলসি, গোলমরিচের মতো প্রাকৃতিক উপাদান ৷ বাস্তবিক কোরোনা রুখতে কতটা সাহায্য করবে এই মিষ্টি তা জানা না গেলেও, বিক্রির বাজারে ইতিমধ্যে হটকেক বহরমপুরের "ইমিউনিটি সুইট" ৷

ABOUT THE AUTHOR

...view details