আমরা তৃণমূলের মীরজাফর হলে, ওরা কংগ্রেসের : অভিজিৎ আচার্য - মীরজাফর
জিতেন্দ্র ঘনিষ্ঠ দুই প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি অভিজিৎ আচার্য এবং জেলা সংগঠনের কোষাধ্যক্ষ অমিত তুলসিয়ান তৃণমূল থেকে পদত্যাগ করলেন । জিতেন্দ্র অনুগামীদের মীরজাফর বলা হচ্ছে, পদত্যাগের পর এ প্রসঙ্গে অভিজিৎ আচার্য বলেন, "আমরা মীরজাফর হলে, 1998 সালে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূল দল তৈরি করেছিল তাঁরাও মীরজাফর ।" এদিকে জিতেন্দ্র ঘনিষ্ঠ তথা আসানসোল পৌরনিগমের আইনি উপদেষ্টা রবিউল ইসলামও পদত্যাগ করলেন । তবে তাঁর এখন নেতা কে প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই নিলেন ।