পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রামরাজ্যে থাকতে গেলে জয়শ্রীরাম বলতে হবে : সৌমিত্র - স্ত্রী সুজাতা খাঁ

By

Published : Aug 12, 2019, 5:47 PM IST

আদালতের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পর নিজের নির্বাচনী কেন্দ্রের নানা রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । সঙ্গে রয়েছেন স্ত্রী সুজাতা খাঁও৷ আজ বাঁকুড়া দু'নম্বর ব্লকের কদমাঘাটির এক দলীয় কর্মসূচিতে অংশ নেন সৌমিত্র ৷ সেখানে তিনি শাসকদলকে মুদিখানা বলে কটাক্ষ করেন ৷ BJP নেতা বলেন , "তৃণমূল কংগ্রেস একটি মুদিখানা, কখনও বলে দিদির দোকানে যাও, কখনও পিসির দোকানে আবার কখনও ভাইপোর দোকানে যাওয়ার কথা বলে ৷ চোরের দল একটি ৷ রামরাজত্বে থাকতে গেলে জয়শ্রীরাম বলে BJP-র সঙ্গে থাকতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details