অপরাধ না করলে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে যেত ডিজি ও মুখ্যসচিব : রাহুল সিনহা - Rahul Sinha on dg and home secretary
অপরাধ যদি করে তাহলে সে পালিয়ে যাওয়ারই চেষ্টা করে । যদি অপরাধ না হত তাহলে ডিজি, মুখ্যসচিব বুক ফুলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে যেত । শিরাকোলে জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কেন্দ্রের তলবে ডিজি ও মুখ্যসচিবের না যাওয়া প্রসঙ্গে এমনই বললেন বিজেপি নেতা রাহুল সিনহা । শনিবার কোচবিহারের তুফানগঞ্জে মৃত দুই বিজেপি কর্মীর বাড়িতে দেখা করতে আসেন তিনি । দুই কর্মীর পরিবারের হাতে আড়াই লাখ টাকা করে চেক তুলে দেন । এরপর তিনি বলেন, বেছে বেছে বিজেপি কর্মীদের খুন করছে তৃণমূল । মানুষ নির্বাচনে এর জবাব দেবে ।
TAGGED:
BJP leader Rahul Sinha