আমাকে খুন করার কথা বললে ঘাড় মটকে দেব : দিলীপ - কোলাঘাট থানায় মামল দায়ের হয় দিলীপের বিরুদ্ধে
26 অগাস্ট মেচেদার দলীয় সভা থেকে পুলিশকে মারার হুমকি দিয়েছিলেন BJP সাংসদ দিলীপ ঘোষ ৷ পুলিশ ও তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "আমি দিলীপ ঘোষ বলে রাখলাম তোমাদের বুকে পা দিয়ে হাঁটছি, গলায় পা দিয়ে হাঁটব ৷ আমার একটা চুলও তুলতে পারবে না ৷ চৌরাস্তায় উলঙ্গ করে মারব ৷ আমি যেদিন মারব, তোমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না ৷" এই অভিযোগে কোলাঘাট থানায় মামলা দায়ের হয় দিলীপের বিরুদ্ধে ৷ আজ সেই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "আমাকে খুন করার কথা বললে, মিষ্টি খাওয়াব না কি ? ঘাড় মটকে দেব নিজের হাতে ৷ সে ক্ষমতা আমাদের আছে ৷ দরকার পড়লে দিলীপ ঘোষ করে দেখাবে ৷ আমাকে কটা কেস দেয় দেখব ৷"
Last Updated : Aug 28, 2019, 9:15 PM IST