উন্নয়নে নোবেল পেতেন মমতা... - উন্নয়নে নোবেল থাকলে পেতেন মমতা
"যেমন অর্থনীতি, সাহিত্য, শান্তির জন্য নোবেল দেওয়া হয়, ঠিক তেমনই উন্নয়নের জন্য যদি নোবেল দেওয়া হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল পাবেন ৷" বৃহস্পতিবার চুঁচুড়ার পিপুলপাতিতে মজদুর ইউনিয়নের সভা থেকে বললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন।