পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দরকার হলে বিশ্বভারতীর সামনে আরেকটা শাহিনবাগ তৈরি হবে : জয়দীপ - অল ইন্ডিয়া লিগাল এড ফোরাম

By

Published : Dec 24, 2020, 7:51 PM IST

আজ তারাপীঠের নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাক্ 125 তম জন্মজয়ন্তী উৎসব উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় । সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,"স্বৈরাচারী উপাচার্যের খামখেয়ালিপনা এবং বিশ্বভারতী ছাত্রদের অসম্মান বরদাস্ত করা যাবে না । দরকার হলে বিশ্বভারতীর সামনে আরেকটি শাহিনবাগ তৈরি হবে।"

ABOUT THE AUTHOR

...view details