পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিজেপি ক্ষমতায় এলে বাংলা-বাঙালি-ভারতের সর্বনাশ হবে : আইনুল হক - বিজেপি ছেড়ে তৃণমূলে আইনুল হক

🎬 Watch Now: Feature Video

By

Published : Jan 24, 2021, 12:25 PM IST

বিজেপি থেকে সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন আইনুল হক । বর্ধমানে তৃণমূলের এক জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, বাংলা গোটা ভারতকে আলো দেখাত । আজ সেই বাংলাকে অন্ধকারের জীবরা দখল করার চেষ্টা করছে । সুতরাং ওই অন্ধকার জীবের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে । আর সে লড়াই শুরু হয়েছে । এছাড়া তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা কর্মীদের উদ্দেশে বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আশীর্বাদের হাত তাঁদের মাথায় ছিল বলে তাঁরা নেতা হয়েছিলেন ।" বিজেপি যদি পশ্চিমবঙ্গে শাসন করতে আসে তবে বাংলা, বাঙালি ও সর্বোপরি ভারতের সর্বানাশ হবে বলেও তিনি দাবি করেন ।

ABOUT THE AUTHOR

...view details