BJP ক্ষমতায় এলে কলকাতায় CESC বিদ্যুতের দাম 50 শতাংশ কমবে : বিজয়বর্গীয়
2021-এর বিধানসভা নির্বাচনে BJP সরকার ক্ষমতায় আসার পর কলকাতায় CESC বিদ্যুতের দাম 50 শতাংশ কমানো হবে । আজ ধর্মতলায় গান্ধি মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন BJP কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, "দেশের মধ্যে কলকাতায় CESC বিদ্যুতের দাম সবথেকে বেশি । CESC এই বর্ধিত বিলের টাকার একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেন । সেই জন্যই সারা দেশের মধ্যে কলকাতায় বিদ্যুতের দাম সবথেকে বেশি ।"