Saraswati Puja 2022 : পুজোর আগে অকাল বৃষ্টি, ছাতার তলায় দেবী সরস্বতী - পুজোর আগে অকাল বৃষ্টি, ছাতার তলায় আশ্রয় সরস্বতী প্রতিমার
শনিবার বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো (Saraswati Puja 2022) ৷ বাগদেবীর আরাধনার ঠিক শনিবার বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো (Saraswati Puja 2022) ৷ বাগদেবীর আরাধনার ঠিক আগেই শুরু হয়েছে বৃষ্টি ৷ ফলে সমস্যায় মৃৎশিল্পীরা ৷ একদিকে কোভিড পরিস্থিতিতে এবছর প্রতিমার বিক্রি কমেছে । তার উপর এই অকাল বৃষ্টিতে প্রতিমা ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন শিল্পীরা ৷ দুর্গাপুরের কুমোরপাড়ার মৃৎশিল্পীরা তাই যেভাবে হোক সরস্বতী প্রতিমাকে জলের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন ৷
TAGGED:
Saraswati Puja 2022