ভুল শুধরে সফল হবেই ISRO, আশাবাদী বিকাশ সিনহা - South Pole of Moon
চন্দ্রযান 2 থেকে বিচ্ছিন্ন হওয়া ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণ নিয়ে উত্তেজিত সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফ়িজিক্সের ডিরেক্টর বিকাশ সিনহা ৷ তিনি বলেন, "জোর গলায় বলছি, সফলভাবে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম ৷ পৃথিবীর কেউ পারেনি, ভারত সেটাই করতে চলেছে ৷"
Last Updated : Sep 6, 2019, 7:42 PM IST