হিম্মত থাকলে আটকে দেখান, জেলা সভাপতিকে চ্যালেঞ্জ হুমায়ুনের - Humayun Kabir challenges abu taher to stop him from election participation
রেজিনগরে তৃণমূলের দলীয় সভায় ডাক না পেয়ে কার্যত জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। জেলা সভাপতির নাম করেই তাঁকে আক্রমণের নিশানায় এনেছেন হুমায়ুন কবীর । তিনি জানান, তাঁকে বসিয়ে রাখার চেষ্টা করা হলেও তিনি বসে থাকার পাত্র নন । আরও জানান, ২০২১ এর নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন । জেলা সভাপতিকে ক্ষমতা থাকলে আটকানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি ।