গড়বেতায় খড়ের গাদা থেকে উদ্ধার বিশালাকৃতির ময়াল - গড়বেতা
একটি বিশালাকৃতির ময়াল উদ্ধার করা হল গড়বেতা থানার শোলাগেড়া গ্রাম থেকে । আজ সকালে স্থানীয় বাসিন্দা অসিত সামুইয়ের বাড়ির খড়ের গাদা থেকে সেটি উদ্ধার করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান চন্দ্রকোনা ধামকুড়িয়া বিট অফিসের কর্মীরা । বনবিভাগ সূত্রে জানা গেছে, ময়ালটি লম্বায় ১২-১৪ ফুট । ময়ালটির স্বাস্থ্য পরীক্ষা করে পুনরায় সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনকর্মীরা । দেখুন ভিডিয়ো...