JNU কাণ্ডের প্রতিবাদ, শহরজুড়ে স্বামীজির মূর্তিতে দুধ ঢেলে শুদ্ধিকরণ BJP-র - হাওড়া ময়দান
শুক্রবার বিকেলে হাওড়া ময়দানে বিবেকানন্দের মূর্তিতে গঙ্গাজল এবং দুধ ঢেলে শোধন করলেন হাওড়ার BJP সভাপতি সুরজিৎ সাহা । সঙ্গে ছিলেন ওই জেলার BJP কর্মীসমর্থকরা । জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দ মূর্তির পাদদেশে আপত্তিকর শব্দ লেখার ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা করেন সুরজিৎ বাবু । দুধের বিপুল অপচয়ের কথাও স্বীকার করে নিয়েছেন তিনি ।