Howrah City Security : বর্ষবরণের আগে হাওড়ার নিরাপত্তা বাড়াতে তৎপর পুলিশ
বর্ষবরণের আগে হাওড়া শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হাওড়া সিটি পুলিশ (Howrah City Police increase security before new year) । এই নিয়ে একাধিক উদ্যোগ নিল হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) । বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ, বালি ব্রিজ-সহ হাওড়া শহরে ঢোকার সমস্ত প্রবেশপথগুলিতে ইতিপূর্বে রাত থেকে শুরু হয়েছে বিশেষ নজরদারি । পাশাপাশি এই জায়গাগুলিতে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে থাকছে ব্রেথ অ্যানালাইজার যন্ত্র । মদ্যপ অবস্থায় গাড়ি চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে হাওড়া সিটি পুলিশ । পাশাপাশি রাস্তায় পুলিসের টহলদারিও বাড়ানো হয়েছে । রাতের দিকে তা আরও কড়া হবে বছরের শেষ ও শুরুর দিন দুটিতে । এর পাশাপাশি অ্যান্টি রোমিও স্কোয়াড হাওড়া সিটি পুলিশের মহিলা উইনার্স দল মহিলাদের সুরক্ষার দিতে জন্য প্রস্তুত । এছাড়াও থাকবে সাদা পোশাকের পুলিশও । মঙ্গলবার হাওড়া পুলিস কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার) দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘‘আমরা সবরকমের সতর্কতামূলক ব্যবস্থাই করেছি । মানুষ আনন্দ করুন । কিন্তু তাতে যেন অন্য কারও সমস্যা না হয় বা বেআইনি কিছু না হয়। সেদিকে আমরা নজর রাখব ।’’