BJP Agitation In Howrah:কলকাতা পৌরনির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ - কলকাতা পৌরনির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ
কলকাতা পৌরনিগমের নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে হাওড়ার ময়দান এলাকা এবং গ্রামীণ হাওড়ার 16 নং জাতীয় সড়কের রঘুনাথপুর পাঁচলা মোড় অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা (BJP Agitation In Howrah)। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মণ্ডল ও বিজেপি নেতা অজয় মান্না বিক্ষোভের নেতৃত্ব দেন। আজ 3টে 30 মিনিট থেকে বিজেপির দলীয় পতাকা হাতে জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ করেম তাঁরা। এই প্রসঙ্গে বিজেপি গ্রামীণ হাওড়ার সভাপতি প্রত্যুষ মণ্ডল অভিযোগ করেন, রাজ্যের শাসকদল কলকাতা পৌরনিগমের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিজেপি কর্মীদের বুথে মারধরের ঘটনাও ঘটেছে।
TAGGED:
BJP Agitation In Howrah