paytm জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে পরামর্শ পুলিশের - Murlidhar Sharma
কলকাতায় ঘটছে একের পর এক paytm প্রতারণা । গ্রাহকদের ফোন করে KYC আপডেট করতে বলা হচ্ছে । কিন্তু আদতে কোনও সংস্থাই ফোন করে KYC আপডেট করার কথা বলে না গ্রাহকদের । এইসবই হল আসলে অনলাইন জালিয়াতি । paytm সহ অন্যান্য ওয়ালেট অ্যাকাউন্টের টাকা কীভাবে অনলাইন প্রতারকদের থেকে রক্ষা করবেন তারই পরামর্শ দিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা । ETV ভারতকে দেওয়া যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ)-র একান্ত সাক্ষাৎকারে সেই পরামর্শ শুনে নিন ।