পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নির্ভয়ে ক'জন ভ্যাকসিন নেবেন, প্রশ্ন তুললেন অধীর - কোরোনার ভ্যাকসিন

By

Published : Jan 11, 2021, 4:43 PM IST

"কোরোনার ভ্যাকসিন ক'জন নেবে তা নিয়ে আমার বিস্তর প্রশ্ন আছে ৷" বললেন অধীর চৌধুরি ৷ অধীর সরাসরি বলেন, "কোভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠেছে ৷ প্রশ্নাতীত নয় ৷ কোরোনার ভ্যাকসিন নিয়ে মানুষের মন থেকে ভয় কাটেনি । সচেতনতা তৈরি করা যায়নি । এই অবস্থায় কতজন টিকা নেবে তা নিয়ে আমার বিস্তর প্রশ্ন রয়েছে ।" ভ্যাকসিনেশন নিয়ে রাজনৈতিক ফায়দা তোলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস নেতা ৷ বলেন, "কোরোনার ভ্যাকসিন নিয়ে যেন রাজনৈতিক ফায়দা তোলা না হয় ৷ কৃতিত্বের রাজনীতি করে যেন কোরোনার গুরুত্ব কমিয়ে না দেওয়া হয় ।"

ABOUT THE AUTHOR

...view details