Kulpi Mobile Phone Blast Case : মোবাইল ফোন বিস্ফোরণের জেরে মৃত্যু গৃহবধূর - Housewife dies due to a mobile phone blast
মোবাইল ফোন বিস্ফোরণের জেরে মৃত্যু হল গৃহবধূর (housewife dies due to a mobile phone blast)। এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রামকৃষ্ণপুর এলাকার । মৃত গৃহবধূর নাম শম্পা বৈরাগী, বয়স 25 বছর । কিভাবে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরবেলা বাড়িতে মোবাইল চার্জে বসিয়ে ঘুমোচ্ছিলেন ওই মহিলা । তখনই হঠাৎ বিকট শব্দে ফেটে যায় মোবাইলটি ৷ শম্পার চিকিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন ৷ এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও সেখান থেকে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন চিকিৎসকেরা । চিত্তরঞ্জন হাসপাতালেই মৃত্যু হয় গৃহবধূ শম্পা বৈরাগীর। কী কারণে মোবাইল ফোনটি এভাবে বিস্ফোরিত হল তা স্পষ্ট নয় । পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে মোবাইল বিস্ফোরণের কারণেই মৃত্যু হয়েছে গৃহবধূর। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা ৷