বাড়েনি বেতন, মুখ্যমন্ত্রীর বাড়িতে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা
রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে 42টি সুপার স্পেশালিটি হাসপাতাল । হাসপাতালের নিরাপত্তার জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে প্রায় 6 হাজার নিরাপত্তারক্ষী । সমস্তটাই বেসরকারি সংস্থার অধীনে । নিরাপত্তারক্ষীদের অভিযোগ, নিয়োগের পর থেকে তাঁদের বেতন বাড়েনি, স্থায়ী হয়নি চাকরি । সেই সঙ্গে যুক্ত হয়েছে রোগীর পরিজনদের আক্রমণ । বেতন বাড়ানো-সহ একাধিক দাবি নিয়ে গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তারক্ষীরা । মুখ্যমন্ত্রীর দেখা পাননি । শুধু ডেপুটেশন জমা দিয়েই ফিরে যেতে হয় ।