সিঙ্গুরে শিল্প হবে শুনলে ঘোড়াতেও হাসবে, কটাক্ষ দিলীপ ঘোষের - সিঙ্গুর নিয়ে রাজ্যকে কটাক্ষ দিলীপের
সিঙ্গুরের শিল্প হবে শুনলে ঘোড়াতেও হাসবে। এ যেন অনেকটা বলদ দুধ দেওয়ার মতো ৷ আজ এভাবেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন," সিঙ্গুরে শিল্প হবে শুনলে ঘোড়াতেও হাসবে। এ যেন অনেকটা বলদে দুধ দেওয়ার মত। দিদিমনির হাত ধরে শিল্প আসবে না। উনি খেলা-মেলা ও পুজোর উদ্বোধন করেছেন। কোনও শিল্পের উদ্বোধন করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে।" এদিকে কৃষকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, এম এস পি তুলে দেওয়া হবে তা কেন্দ্রীয় সরকার বলেনি। এরাজ্যে এম এস পি চালু আছে কিন্তু কৃষকরা কেন পাচ্ছে না তা রাজ্য সরকারের জবাব দেওয়া দরকার।