তৃণমূল বিরোধীশূন্য করতে চাইছে বলে কটাক্ষ লকেটের, পাল্টা শাসকদলের - বিজেপি
"রাজ্যে তৃণমূল জিতেছে ৷ মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা । এখন পুরো রাজ্যের দায়িত্ব মুখ্যমন্ত্রীর । কিন্তু আমি জিতে গেছি বলে আমি যা খুশি করব বিরোধী-শূন্য করে দেব । এটা তো উচিত না । যে কোনও দলের নিজস্ব মতামত থাকতে পারে । কিন্তু তাদের নিশ্চিহ্ন করে দেব এটা ঠিক নয় । যাঁরা তাঁদের দলকে ভালবাসেন তাঁদের কি দোষ ?" এভাবেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্য মুখ্যমন্ত্রীকে সরাসরি দুষলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ এনিয়ে বৃহস্পতিবার হুগলিতে চন্দননগর পুলিশ কমিশনার গৌরব শর্মার সঙ্গে দেখা করে অভিযোগ জানান তিনি ৷ এদিকে পাল্টা বিজেপির বিরুদ্ধে অশান্তি তৈরির চেষ্টার অভিযোগ করলেন হুগলির তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব ৷ দিলীপ জানান, তিনিও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন ৷ কমিশনার গৌরব শর্মা জানান, সাংসদ কিছু অভিযোগ জানিয়েছেন । তবে নির্দিষ্ট করে কোনও তালিকা দেননি । তবু পুলিশ সতর্ক আছে ৷ হিংসা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।