পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আমফানের দাপটে লন্ডভন্ড হুগলি - হুগলি

By

Published : May 21, 2020, 3:08 PM IST

আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হুগলি জেলা । মৃত 5 ও আহত বেশ কয়েকজন । ঝড়ের তাণ্ডবে বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে । এমন কী জেলাশাসকের দপ্তরের অসংখ্য গাছ ভেঙেছে । গোটা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন । সাধারণ মানুষের বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে । জলের জন্য হাহাকার শুরু হয়েছে । ঝড়ের প্রকোপে ধান, সবজি নষ্ট হয়ে গিয়েছে । কৃষিতে ব্যাপকহারে ক্ষতির সম্মুখীন হয়েছে চাষীরা । উত্তরপাড়া গুপ্তিপাড়াসহ গঙ্গা তীরবর্তী এলাকাগুলি তছনছ হয়ে গিয়েছে । ভেঙে পড়েছে অসংখ্য গাছ, ঘর-বাড়ি ।

ABOUT THE AUTHOR

...view details