পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কাপড় দোকানের আড়ালে দেহব্যবসা, 3 মহিলা সহ আটক 5 - দেহব্যবসা

By

Published : Oct 18, 2019, 10:26 PM IST

Updated : Oct 19, 2019, 2:39 AM IST

কাপড়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই চলছিল মধুচক্রের আসর ৷ আজ সন্ধ্যায় তিনজন যুবতি সহ মোট পাঁচজনকে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা ৷ বালুরঘাট শহরের সাহেব কাছারি আদিবাসী হোস্টেল সংলগ্ন এলাকার বাসিন্দা নিতাই সরকার পেশায় কাপড় ব্যবসায়ী ৷ 14 মাস আগে মারা যান ৷ তারপরই দ্বিতীয় বিয়ে করেন তাঁর স্ত্রী পূরবী সরকার ৷ পাশাপাশি বাড়িতে মধুচক্রের আসর বসাতেন বলেও অভিযোগ স্থানীয়দের ৷ অন্যদিকে, পূরবীর বর্তমান স্বামী ঘটনাটি অস্বীকার করেছেন ৷
Last Updated : Oct 19, 2019, 2:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details