হাওড়া গ্রামীণে আবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে হোর্ডিং - রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ হোর্ডিং
হাওড়া গ্রামীণে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ফের হোর্ডিং দেখা গেল ৷ সৌজন্যে দাদার অনুগামী ৷ এই হোর্ডিংয়ে রাজীবের উদ্দেশে কোথাও লেখা হয়েছে, ভূমিপুত্র ৷ কোথাও বলা হয়েছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ছড়িয়ে গেছে দাদার নাম আর থাকবে চিরদিন ৷ দলের রাজ্য নেতৃত্বের সাথে আলোচনায় বসার পরপরই ফের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ হোর্ডিং পড়ায় শুরু হয়েছে জল্পনা ৷ । জাতীয় সড়কের উপরে পানিয়াড়াতে (হাওড়া গ্রামীণ জেলা পুলিশের প্রধান কার্যালয়ের সামনে) 2 কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয়েছে রাজীব ব্যানার্জির ছবিসহ আমরা দাদার অনুগামী হোর্ডিং। এই হোর্ডিং কে বা কারা লাগাল এখনও জানা যায়নি।