বহরমপুরে চিনের জাতীয় পতাকা পুড়িয়ে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের - india china news
সোমবার লাদাখের গালওয়ান ভ্যালিতে সংঘর্ষে শহিদ হন 20 জন ভারতীয় সেনা জওয়ান ৷ এর প্রতিবাদে বহরমপুরে ধিক্কার মিছিল করল হিন্দু জাগরণ মঞ্চ ৷ চিনের জাতীয় পতাকা পুড়িয়ে ও প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়ে হামলার প্রতীকী প্রতিবাদ জানালেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা ৷ দেখুন ভিডিয়ো . . .