দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, উচ্ছ্বসিত পর্যটক - উচ্ছ্বসিত পর্যটক
গার্ডোয়াল ডিঙিয়ে কংক্রিটের রাস্তায় আছড়ে পড়ছে ঢেউ ৷ গুরু পূর্ণিমায় প্রবল জলোচ্ছ্বাস দিঘায় ৷ উচ্ছ্বসিত পর্যটকরা ছবি তুললেন ৷ যশের পরে এত বড় ঢেউ ৷ করোনা বিধি মেনে সৈকতে বেড়াতে এসে লাভ হল ৷ বলছেন ওঁরা ৷ করোনার তৃতীয় ঢেউ আসার আগে পূর্ণিমায় ফুলেফেঁপে ওঠা দিঘার ঢেউ উপভোগ করল ভ্রমণপিপাসু বাঙালি ৷