Head of Baby Stuck into a Pot : শিশুর মাথায় হাঁড়ি আটকে বিপত্তি, প্রাণ বাঁচাতে ডাক পড়ল দমকল কর্মীদের
শিশুমন বিপদ বোঝে না। তাই তো খেলার ছলে বড় ভাই 11 মাসের ছোট ভাইয়ের মাথায় পড়িয়ে দিয়েছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি (alluminum pot) ৷ আর তাতেই ঘটল বিপত্তি । এক শিশুর (Baby) মাথায় আটকে গেল আস্ত একটা হাঁড়ি৷ দেবরাজ সরকার নামে ওই শিশুর মাথা হাঁড়ির ভিতর থেকে বার করতে ডাক পড়ল দমকল কর্মীদের ৷ বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসক (Doctor), দমকল (Fire Brigade) ও স্থানীয় মিস্ত্রীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে হাঁড়ি কেটে মুক্ত করা সম্ভব হয় ওই শিশুকে ৷ ঘটনা উত্তর 24 পরগনারর বনগাঁ (Bangaon) থানার কালুপুর বিশ্বাস পাড়া এলাকার ৷