হরে রাম হরে কৃষ্ণা, বিজেপি মেটাবে বাংলার তৃষ্ণা : জয় বন্দ্যোপাধ্যায় - bjp will quench thirst of bengal
"হরে রাম হরে কৃষ্ণা, বিজেপি মেটাবে বাংলার তৃষ্ণা ।" দলীয় সভায় মন্তব্য বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের । বলেন, "বাংলা তৃষ্ণার্ত হয়ে আছে । এই বাংলা জল পায় না, স্বাস্থ্য পায় না, কৃষি পায় না, চাকরি পায় না। তাই সব ক্ষেত্রেই এই বাংলা তৃষ্ণার্ত হয়ে আছে ।"