স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হ্য়ান্ড স্যানিটাইজিং স্ট্যান্ড - নবদ্বীপ
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হ্য়ান্ড স্যানিটাইজিং স্ট্যান্ড বসানো হল নবদ্বীপের বিভিন্ন প্রান্তে ৷ প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে সারা বিশ্বে ৷ করোনার করাল গ্রাসে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ ভয়াবহ এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করতে সর্বদা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার আবেদন জানিয়ে পথে নামলেন নবদ্বীপের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ৷ বৃহস্পতিবার সকালে নবদ্বীপের প্রাচীন মায়াপুর সংলগ্ন জনবহুল বাজার এলাকায় পথচলতি মানুষের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি হ্য়ান্ড স্যানিটাইজিং স্ট্যান্ড বসানো হয় সংগঠনের পক্ষ থেকে ৷