100 টাকার আধপোড়া নোট উদ্ধার কল্যাণেশ্বরীতে - 100 rupees burnt note
দিনে-দুপুরে আধপোড়া 100 টাকার নোট উদ্ধার হল কল্যাণেশ্বরী এলাকায় ৷ সালামপুর থানার কল্যাণেশ্বরী অজিতেশ নগর এলাকার একটি শ্মশান থেকে পোড়ানোটগুলি উদ্ধার করে সালামপুর থানার পুলিশ ৷ কে বা কারা এই ঘটনার জন্য দায়ি, তা পুলিশ জানতে পারেনি ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে প্রায় 5 হাজার টাকা ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷