রাজ্যে বন্ধ হচ্ছে গুটখা, ডেডলাইন 7 নভেম্বর - গুটখা
বাংলায় যাঁরা গুটখা খান, তাঁদের জন্য দুঃসংবাদ ৷ সরকারি নির্দেশে 7 নভেম্বরের পর রাজ্যে গুটখা বিক্রি নিষিদ্ধ হচ্ছে । নির্দেশ অমান্য করলে রয়েছে নির্দিষ্ট জরিমানা ও শাস্তি ৷ 7 নভেম্বরের পর দোকানগুলিতে নিয়মিত অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।